সবার কথা বলে

টঙ্গীর কথিত সাংবাদিক শামীমা খানম বেবী গ্রে ফ তা র

0 22

টঙ্গীর কথিত সাংবাদিক শামীমা খানম বেবী গ্রেফতার।

কনা আক্তার – স্টাফঃ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীর আলোচিত কথিত সাংবাদিক পরিচয় দানকারী  শামীমা খানম বেবীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার বিকেলে ব্যাংকের মাঠ বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃত আসামী শামীমা খানম বেবী গাজীপুরের টঙ্গীর ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর এলাকার ডাক্তার আলী আকবরের মেয়ে।  জানা যায়, কথিত নারী সাংবাদিক শামীমা খানম বেবীর বিরুদ্ধে রয়েছে ১৮টি মামলা, ও অসংখ্য অভিযোগ ও সাধারণ ডাইরি।এই নারী সাংবাদিক  একটি আইপি টিভির পরিচয় দিয়ে টঙ্গী সগ গাজীপুরের বিভিন্ন এলাকায়  চাঁদাবাজি করতেন তিনি। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেও বন্ধ হয় নি তার অত্যাচার। সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে হর হামেশাই করতেন চাঁদাবাজি। একপর্যায়ে শিক্ষাগত যোগ্যতাহীন নিজের স্বামী হিরন,দুই ছিনতাইকারী ভাই ও এক বোনকেও বিভিন্ন ভুঁইফোড় অনলাইন পোর্টালের আইডি কার্ড দিয়ে সাংবাদিক বানান এই নারী সাংবাদিক। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা করেছেন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। এসব মামলায় একাধিক বার জেল খেটেছেন কথিত ওই নারী সাংবাদিক।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ জানান,পরোয়ানাভুক্ত আসামী শামীমা খানম বেবিকে গ্রেফতার করতে গেলে সাংবাদিক পরিচয় দিয়ে  এক পর্যায়ে পুলিশের সাথে হাতাহাতি করে পালিয়ে যাওয়া চেষ্টা করেন। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.