সবার কথা বলে

শরীয়তপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

0 34

শরীয়তপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ জামাল উদ্দিন – সংবাদের পাতা:

সোমবার সকাল ১১ টায় জেলার ভেদরগঞ্জ উপজেলার শহীদ সিরাজ শিকদার ডিগ্রী কলেজে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে শহীদ সিরাজ শিকদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ সিরাজ শিকদার ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান ভুট্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ সিরাজ শিকদার ডিগ্রী কলেজের এডহক কমিটির বিদ্যুৎসাহী সদস্য মোঃ মনির হোসেন,

এ ছাড়াও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সিরাজ শিকদার ডিগ্রী কলেজের যারা আন্দোলনে সখিপুরে ব্যাপক ভূমিকা রেখেছিলেন তারা।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুর সিরাজ শিকদার ডিগ্রী কলেজের শিক্ষার্থী যারা মাঠে ছিলো তারা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন।

এছারাও বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ কামরুল হাসান ভুট্টো সহ উপস্থিত ব্যক্তিবর্গ।
পরে শহীদ সিরাজ শিকদার ডিগ্রী কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলনে নিয়োজিত ছিলেন তাদের কে সাটিফিকেট প্রদান করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.