
ঠিক আছে, ঠিক আছে
মুজিব আকন্দ
———————————-
রেখেছো কোথায় সব
খুঁজে কিছু নাহি পাই ,
আলনাটা খালি কেনো?
গেলো কই কোট টাই।
ভালো ভাবে দেখো খুঁজে
সব কিছু ঠিক আছে ,
অযথা ই বাড়াবাড়ি
মেজাজটা উঠে গাছে ।
শার্টটা ও ঝুলে আছে
দু’খানা বোতাম নাই ,
ময়লায় ভরে গেছে
জুতাগুলো নাহি পাই।
এই নাও জুতো জোড়া
মোজা দু’টো খুঁজে নাও,
পরিপাটি ফিটফাট
যাবে কোথা’ বলে যাও ।
ছাড়ো সব বাজে কথা
বললাম কাজ আছে ,
যেতে হবে তড়িঘড়ি
দেরি হয়ে যাবে পাছে।
বলো শুধু আছে কাজ
ধরো তাই নব সাজ ,
চুল দাঁড়ি গোঁফে ভাঁজ
এ আবার কেমন কাজ।
বলছি তো কাজ আছে
তবু কেনো লাগো পাছে ,
যেতে হবে তাড়াতাড়ি
বন্ধু দাঁড়িয়ে আছে।
টিপটিপ বৃষ্টিতে
ভিজে যাবে মাথাটা,
ভাঙা শিক, দাও তবু
ছেঁড়া ফাড়া ছাতা টা।
ঠিক আছে, ঠিক আছে
যেতে কোন মানা নাই ,
বাজারের ব্যাগ ধরো
তরকারি চাল চাই ।
মুখে বলো সবই ঠিক
কিছুই তো ঠিক নাই ,
নাই নাই করে তুমি
খেলে পুরো মাথাটা ই।
তড়িঘড়ি যেতে হবে
কখন বাজারে যাই?
ব্যাগটাকে তুলে রাখো
পকেটেও টাকা নাই ।
চাল ডাল নিয়ে আসো
তারপর যেথা যাও ,
পকেট ফাঁকা টাকা নাই ?
বাহানা টা ছেড়ে দাও ।
বলছো তো ঠিক আছে
কিছু দেখি নাই ঠিক ,
কোন দিক রেখে বলো?
যাবো কোন দিক ।
কী করি বুঝিনা কিছু
ঝামেলা ছাড়ে না পিছু ,
বাজারেই যাই তবে,
মাথাটাকে করে নীচু ।
বলো সবই আছে ঠিক
আমি দেখি ঠিক নাই,
কর্ম ছাড়া দুনিয়াতে
আর কোনো দিক নাই।।
————————————-