
স্বাধীনতা
কবিঃ অসীম ভট্টাচার্য্য।
মুক্ত আকাশ মুক্ত পাখি
মুক্ত তুমি -আমি,
রক্ত দিয়ে কিনে নিলাম
প্রিয় জন্মভূমি।
মুক্ত মাটি মুক্ত পানি
মুক্ত সোনার দেশ,
মুক্তিসেনার রক্তের ঋণ
হবে না তো শেষ।
যাদের রক্তে মুক্ত স্বদেশ
বিজয় এল ঘরে,
বিজয় দিনে আমরা তাদের
ভূলবো কেমন করে?
মাগো তুমি কাঁদছ কেন
চোখের জল বয়ে,
ভাইটি আমার আসবে ফিরে
স্বাধীনতা নিয়ে।
স্বাধীন পতাকা দেখতে মাগো
সবুজের বুকে লাল,
বিজয়ের পারে উড়বে পতাকা
থাকবে চিরকাল।
সুজলা-সুফলায় ভরা মাগো
আমাদের এই দেশ,
তার বুকে উড়বে পতাকা
লাগবে অনেক বেশ।
তোমার ছেলে আসবে মাগো
স্বাধীন পতাকা নিয়ে,
স্বাধীন দেশে আর যাবেনা
রক্তের বন্যা বয়ে।
আসছে মাগো তোমার ছেলে
বিজয় পতাকা নিয়ে,
কত মায়ের বুক খালি করে
বিজয় দিবস এলে।।