সবার কথা বলে

পটুয়াখালীর গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস আলোচনা সভা অনুষ্ঠিত

0 18

পটুয়াখালীর গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস আলোচনা সভা অনুষ্ঠিত।

মু. জিল্লুর রহমান জুয়েল-সংবাদের পাতা:

পটুয়াখালীর গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজন সভায় শহীদ বুদ্ধিজীবীদের জীবন বিসর্জন ও দিবসের তাৎপর্য তুলে ধরা এবং দেশের বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিশন (ভূমি) মোঃ নাজিম রেজা। সভায় আরও উপস্থিতি ছিলেন, থানা অফিসার ইনচার্জ আসাদুর রহমান, বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, গণ অধিকার পরিষদ উপজেলা শাখা মোঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিস আরজু আক্তার, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন সহ বিভিন্ন স্তরের সুধীমহল এবং গণমাধ্যম কর্মী বৃন্দরাও উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.