সবার কথা বলে

নড়িয়ায় বিজয় দিবস উপলক্ষ্যে কমিউনিটি ক্লিনিকে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা

0 55

নড়িয়ায় বিজয় দিবস উপলক্ষ্যে কমিউনিটি ক্লিনিকে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।

মোঃ জামাল হোসেন – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক, একটি ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র ও দুইটি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনে অনিয়মের চিত্র দেখা গেছে।

১৬ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে এই অনিয়মের চিত্র দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিঝারী ইউনিয়নের বিঝারী বাজার সংলগ্ন এফডব্লীউসি, ঘড়িষার নন্দনসাহ এফডব্লিউসি, ডিংঙ্গামানিক পন্ডিতসার উপস্বাস্থ কেন্দ্র, চামটা ইউনিয়নের দিনারা হাজ্বী শাহাবুদ্দিন আম্বিয়া কমিউনিটি ক্লিনিক,বিঝারী ইউনিয়নের ধামারন কমিউনিটি ক্লিনিক,ডিঙ্গামানিক কালিখোলা বাংলা বাজার কমিউনিটি ক্লিনিক,কেদারপুরের পাচগাও কমিউনিটি ক্লিনিক সহ বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিকে মহান বিজয় দিবস উপলক্ষে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।

এছাড়া চামটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায় পতাকা টানাতে নিজের দায় সারাতে একটি শুকনো বাশের সাথে পতাকা বেধে ভবনের ছাদের উপর কোন রকম ভাবে ফেলে রাখা হয়েছে। যা জাতীয় পতাকা অবমাননাকর।

এ বিষয়ে চামটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের FWV কান্তা আক্তার কে জিগ্যেস করা হলে তিনি ভুল স্বীকার করে বলেন, এমনটি আর কখনো হবেনা।

ডিঙ্গামানিক কমিউনিটি ক্লিনিকে দায়িত্বে থাকা জসিম হোসেনের কাছে পতাকা উত্তোলন করেননি কেন, জানতে চাইলে তিনি বলেন, আমি পতাকা উত্তোলন করেছি আবার বলেন আমাদের বিশেষ সেবা দিতে বলেছে আমরা বিশেষ সেবা দিয়ে চলে আসছি।

এ বিষয়ে নড়িয়া উপজেলার সিএইচসিপি এসোসিয়েশন সভাপতি আব্দুল বারেক বলেন, আমরা জাতীয় পতাকা উত্তোলনের অফিসিয়াল কোন নির্দেশ পাইনি।

এ বিষয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল জমাদ্দার কে একাধিকবার কল করেও পাওয়া যায়নী।

এ বিষয়ে শরীয়তপুর সিভিল সার্জন আবুল হাদী মোঃ শাহ পরান বলেন, আমরা নির্দেশনা দিয়েছি, জাতীয় দিবসে পতাকা উত্তোলন করতে হবে,নির্দেশনা দেয়া আছে, জাতীয় পতাকা অবশ্যই উত্তোলন করতে হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.