প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ
গভির রাতে ফুল দিয়ে একাত্তরের বিজয়ে শহিদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন

জামাল উদ্দিন - (মিরসরাই চট্টগ্রাম):
গভির রাতে ফুল দিয়ে একাত্তরের বিজয়ে শহিদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বি এন পি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মী মিঠাছরা মাদরাসার শহিদ মিনারে।
আজ ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে এই দিনে নয় মাস যুদ্ধের পর বিজয় অর্জন করে মুক্ত হয় নতুন এক ভূখন্ড নাম হয় বাংলাদেশ। আর এই দিনটি উদযাপিত হয় বিভিন্ন আয়োজনের মাধ্যমে।তারি ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার সংলগ্ন মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদরাসায় অবস্থিত শহিদ মিনারে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে একরাশ ফুলের শ্রদ্ধাঞ্জলী জানান মিরসরাই উপজেলার বি এন পি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বাংলাদেশের প্রথম মাদরাসায় কেন্দীক অবস্থিত শহিদ মিনার এটি।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়ন বি এন পির আহবায়ক নাছির উদ্দিন, যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ কনক, নুরুল করিম, সদস্য সচিব কামরুল হাসান ও ইউনিয়ন বি এন পির সদস্য মফিজ উদ্দিন মিয়াজী, সুজাউল হক সুজা, রেজাউল করিম এবং ৯নং মিরসরাই সদর ইউনিয়নের যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, হোরা মিয়া, সাদ্দাম, রাকিব ও যুবদলের সদস্য কামরুল ইসলাম, ওসমান, সাইফুল সহ যুবদলের নেতা ফখরুল ইসলাম।সাথে ছিলো চট্টগ্রাম উত্তর জেলার ছাত্রদলের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন মিঠু, সহ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সোহাগ ৯নং মিরসরাই সদর ইউনিয়নের ছাত্রদলের নেতা কর্মীগণ।
এ সময় বিজয়ের স্মৃতি চারণ করে মিরসরাই সদর ইউনিয়নের যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ কনক ও ৯নং মিরসরাই সদর ইউনিয়নের যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। তারা দীর্ঘ ১৬ বছরের রুদ্ধ করা শাসনের কড়া সমালোচনা করেন এবং তাদের দল ( বি এন পি) ক্ষমতায় আসলে সাধারণ মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে, গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের সার্বিক উন্নয়নে সকলের মতাদর্শ গ্রহনযোগ্যতা পাবে বলেও মন্তব্য করেন তাঁরা।
বক্তব্য দেওয়ার পূর্বে শতনেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল একটি মিছিল দিয়ে মাদরাসা প্রবেশ করেন তারা। শহিদ মিনারে ফুলের মাধ্যমে বিজয় দিবসে শহিদদের স্মরণ করেন।
© 2023 - দৈনিক সংবাদের পাতা