0 21

বিজয়ের উল্লাস
কবি জামাল
সূর্যিমামা উদয় হবে বিজয়ের উল্লাসে
৫৪বছর পেরিয়ে গেলেও দিনটি ফিরে আসে
শহিদ গাজী বিরঙ্গনার রক্তের তুলা দেশে
বিনম্রতায় শ্রদ্ধা জানাই অশ্রু সিক্ত বেশে।
ত্যাগের বিরল মহিমা যেন দিয়েছেন তারা ঢেলে
খেয়ে না খেয়ে কষ্ট চেপেছে বুঁক দিয়েছে মেলে
মারলে মরবো জীবন হারাবো দেশ আনবো লড়ে
এমন নেশায় শত্রুর মুখে ঝাঁপিয়েই তারা পড়ে।
কত শহিদের নব বিধবা নবজাতকের শিশুটি
দেখতে পায়নির বাবার মুখটি হবে কি এর মুক্তি
ভ্ই হারা বোনের বোবা কান্নায় হৃদয়ব গলে
মায়ের আচল ভিজিয়ে রয়েছে নয়ন অশ্রুজলে।
পা হারিয়ে ধুঁকছে আজো অগনিত বীর বাঙ্গালী
দেশ থেকে কি পেলো তারা চেয়েছিলো তারা কী?
স্বাধিনার পর একটুখানি পেয়েছিলো সুখ মুখ
নিরবে তা হারিয়ে গিয়েছে কাছে নেই আর সুখ।
আবার একটি যুদ্ধ করলো স্বাধীনতা ফিরে পেতে
ছাত্র জনতা রক্ত ঝরালো নতুন দেশটি গড়তে
তবে কি এবার ফিরে আসবে বাক স্বাধীনতার হুশ
নাকি আবারো চুপ হয়ে যাবে বুদ্ধিজীবী মানুষ।
কতবার আর স্বাধীন করলে হবে স্বাধীনতা শেষ
বাঙ্গালী আমরা বীরের মত পাবো সোনার দেশ
৮সালের সেই সোনালীদিনকে চায় বাঙ্গালী আবার
থাকবেনা কোনো চোর চাটারি থাকবেনা বাটপার।
শান্তি থাকবে সুখে থাকবে এইতো মোদের আশা
প্রতিবেশির কোমলপ্রাণে থাকবে ভালোবাসা।
হিংসা বিভেদ পদ পদবি থাকবেনা কোনো মোহ
হানাহানিকে তুচ্ছ করবে ঝরাবেনা কারো লৌহ।