সবার কথা বলে

নড়িয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে দু’ পক্ষের সং ঘ র্ষে ৫ জন আ হ ত

0 29

নড়িয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে ৫ জন আহত।

মোঃ জামাল হোসেন – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়ায় জমির গাছ কাটাকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে ৪ নারী সহ ১ জন পুরুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের বুন্না গ্রামে। এ ঘটনায় প্রতিকার চেয়ে দু’ পক্ষের লোকজন-ই থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গ্রামের মৃত খোদা বক্সের ছেলে শামীম আজাদ জজ (৫৫) এবং একই গ্রামের শামীম আহমেদের স্ত্রী মিলি আক্তার(৩৪) দের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাঁ-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। নিজ বাড়ির জমিতে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দু’ পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মিলি আক্তার(৩৪), মর্জিনা বেগম(৬৫), শাম্মি আক্তার(২০) এবং জহুরা আক্তার (২৬) এবং আজিজুল ছৈয়াল (৬০) নামে মোট ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে এদের মধ্যে জহুরার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, মারপিটের ঘটনায় উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের বুন্না গ্রামের মৃত খোদা বক্সের ছেলে শামীম আহমেদ জজ বাদী হয়ে জুয়েল ছৈয়াল (৩৯),মিলি আক্তার (৩৪),মর্জিনা বেগম(৬৫),সাদমান ছৈয়াল(১৮),সাম্মী আক্তার(২০) নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে একই গ্রামের শামীম আহমেদের স্ত্রী মিলি আক্তার (৩০) জজ ছৈয়াল(৫৫),আজিজুল ছৈয়াল(৬০),পারুল বেগম(৩০),জহুরা আক্তার(২৬),জাকিয়া বেগম(৪৫), এদের নামেও একটি অভিযোগ দায়ের করেছেন। উভয়ের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.