
গলাচিপায় ১৭ বছর নাগরীক সুবিধা বঞ্চিত অবরুদ্ধ থেকে মুক্ত লিপি বেগমের পরিবার !
মু. জিল্লুর রহমান জুয়েল – সংবাদের পাতা:
পটুয়াখালীর গলাচিপা পৌর সভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা লিপি বেগম ও তার পরিবারকে দীর্ঘ ১৭ অবরুদ্ধ থেকে গলাচিপা পৌর প্রশাসক এর সহযোগীতায় অবমুক্ত করলেন সহ-কারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টায় পৌরসভার এক নম্বর ওয়ার্ডে খাদ্য গুদামের পূর্ব পার্শ্বে নাগরীক সুবিধা বঞ্চিত একমাত্র চলাচলের পথ ১৭ বছরের অবরুদ্ধ থেকে অবমুক্ত অভিযান পরিচালিত হয়।
সূত্রে জানা যায়, মো. আলাউদ্দিন তালুকদার ও তার ছেলে দীর্ঘ বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে লিপি বেগমের পরিবারের আসা-যাওয়ার পথসহ পানি ও বিদ্যুৎ সংযোগ না দেয়ার জন্য ইটের দেয়াল তৈরি করে আটকে রাখে। অবরুদ্ধের বিষয়ে লিপি বেগম ও তার পরিবার দীর্ঘ বছর বিভিন্ন আইনী সহযোগীতার জন্য বিভিন্ন মহলে গেলেও তৎকালিন রাজনৈতিক প্রভাব বিস্তারের কারনে কোন আলোর মূখ দেখতে পায়নি লিপি বেগম।
এ বিষয়ে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা জানান, অবরুদ্ধ পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই পক্ষকে কারণ দশানো ও সমাধানের নোটিশ জারি করে মিমাংশা নির্দেশ প্রদান করা হয়েছিলো। পরিবর্তে বিবাদী পক্ষকে দ্বিতীয় বার মিমাংশার চুরান্ত শোনানী নোটিশ জারি করলেও বিবাদী মোঃ আলাউদ্দিন তালুকদার ও তার পরিবার দ্বীতৃয় বার’ও কোন কর্ণপাত বা ব্যাখ্যা উপস্থাপন করেনি।
আইন অনুযায়ী বাংলাদেশ দণ্ড বিধির ১৮৬০ এর ২৯০ ধারায় পৌরসভার আইনে পিছনে কারও গৃহ থাকলে তাকে আসা-যাওয়ার পথ দিতে বিধি নির্দেশ অনুযায়ী অভিযান পরিচালা করে নাগরীক সুবিধা নিশ্চিত করতে, অবরুদ্ধ চলাচলের রাস্তা অবমুক্ত করা হয়েছে।