শীতের শোভা প্রকাশিত: ডিসে ২১, ২০২৪ 0 25 Share শীতের শোভা আসাদুজ্জামান খান মুকুল বঙ্গদেশের শীতের শোভা দেখতে ভারি মনোলোভা ফুটে শীতের ফুল, হলুদ সর্ষের ফুল কে ভাবি প্রিয়ার কানের দুল! অলি ফুলে করে খেলা সকাল-সাঁঝে সারাবেলা গুনগুনে গান গায়, অপরূপ এই দৃশ্য হেরি চোখ জুড়িয়ে যায়! শিশির বসে দূর্বাঘাসে রবির কিরণ পেয়ে হাসে দেখায় সোনার রূপ, হিমেল বায়ের ছোঁয়ায় সবে দেয় আনন্দে ডুব। গাঁও গেরামের বাড়ি বাড়ি খেজুর গাছে ঝুলে হাঁড়ি ঝরে কত রস, খেজুর রসের পিঠাপুলি বাড়ায় মনের যশ। শীতের দিনে ছেলেমেয়ে মাঠে-ঘাটে শুকনো পেয়ে খেলায় তারা বেশ, ছুটির ফাঁকে যায় বেড়াতে নাই রে খুশির শেষ !