জামালপুরে নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল এক পরিবারের তিন কিশোরের।
এমদাদুল হক – সংবাদের পাতা:
জামালপুরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু। ২৯ ডিসেম্বর রবিবার আনুমানিক বিকাল ৪টার সময় ৬ জন কিশোর জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে পানির পাকে পড়ে।
জানা যায় তারা জামালপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের বাসিন্দা। ৬ জনের মধ্যে তিনজনকে সাধারণ পাবলিক জীবিত উদ্ধার করেছে এবং বাকী তিনজন খোজে না পাওয়ায় ফায়ার স্টেশনে খবর দিলে তারা দ্রুত এসে ঐ তিনজনকে উদ্ধার করেছে।
উদ্ধারকৃত তিনজনকে মৃত উদ্ধার করা হয়েছে। তাদের নাম স্থানীয় জনসাধারণের তথ্যমতে জানা যায়, জামালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড ছনকান্দা এলাকার এজাজ মিয়ার ছেলে ইয়ামিন ওরফে রাহি , ফরিদ মিয়ার ছেলে আফিম ওরফে তাজিম এবং ছোট বোন ইতির ছেলে রউশন। তারা তিন জনই নবম শ্রেণির ছাত্র।
রওশন ঢাকা মোহাম্মদপুর স্কুলে নবম শ্রেণী পড়ুয়া ছাত্র, ইয়ামিন ওরফে রাহি ও আফিম ওরফে তাজিম জামালপুর জেলা স্কুলে নবম শ্রেণীর ছাত্র তারা।