নিয়মিত অফিস করে দৃষ্টান্ত স্থাপন করেছেন: বড় কান্দি ইউপি চেয়ারম্যান
মোঃ জামাল হোসেন – সংবাদের পাতা:
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান খলিফা নিয়মিত অফিস করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেখানে অনেক জনপ্রতিনিধি মামলা, দুর্নীতি এবং অন্যান্য কারণের ভয়ে কর্মস্থল থেকে দূরে থাকেন, সেখানে তিনি দায়িত্ব পালনে অবিচল।
সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা গ্রামের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। রবিবার বড় কান্দি ইউনিয়ন পরিষদে সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যান লুৎফর রহমান খলিফা ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যদের সঙ্গে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা করছেন।
এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব দেলোয়ার হোসেন, হিসাব সহকারী সাইফুল ইসলাম, ইউপি সদস্য হারুন হাওলাদার, জামাল শেখ, নূর মোহাম্মদ, মামুন মোল্লা, আছিয়া বেগম, লাকি আক্তার এবং গ্রাম পুলিশরা।
চেয়ারম্যান লুৎফর রহমান খলিফা ও তার সহকর্মীরা ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করছেন। তার নেতৃত্বে বড় কান্দি ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে উঠছে।