গলাচিপায় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত।
মু. জিল্লুর রহমান জুয়েল - সংবাদের পাতা:
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৪' জানুয়ারি শনিবার স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে বেলা দশ'টার দিকে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোঃ তাইজুল ইসলাম সভাপতি মোঃ মাইনুল ইসলাম সাধারণ সম্পাদক এবং মোঃ আসাদুজ্জামান পিয়াল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনের দ্বায়ীত্ব ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মেজবাহ্ উদ্দিন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা গণমাধ্যম বৃন্দদের জানান, বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন-
হাজারো সহকারীর ত্যাগ-তিতিক্ষা, শ্রম-ঘাম, শত শত বিনিদ্র রজনীর নাম বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন।
স্বাস্থ্য সহকারীদের ঐক্য সূদৃঢ় করা, দাবীগুলো আদায় করা সহ সবাইকে একই প্লাটফর্মে এনে আগামীর দিনগুলো অফিসে ও বাহিরে মর্যাদার সহিত অতিবাহিত করার এবং সংগঠনের উন্নয়ন ও স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।