বাউফলে ব্যাবসায়ীকে অপহরনের ৭২ ঘন্টার মধ্যে উদ্ধার: গ্রেফতার ৫
মু. জিল্লুর রহমান জুয়েল - ষ্টাফ রিপোর্টার:
৩'রা জানুয়ারি শুক্রবার রাত অনুমান রাত দশ টার পরে পটুয়াখালীর বাউফল থানার কালাইয়া ইউনিয়নের কালাইয়া বন্দরে এঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, কালাইয়া বাজারে মার্চেন্ট পট্টিতে বিশিষ্ট ব্যাবসায়ী শিবানন্দ রায় বণিক (৭৬) এর ব্যবসা (প্রতিষ্ঠান কানু প্রিয় ভান্ডারে) অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত সু- পরিকল্পিতভাবে মুখে মানকি টুপি পড়া অবস্থায় দেশীয় ধারালো অস্র রামদা, চাইনিজ কুঠার ও আগ্নেয়াস্ত্র
পিস্তল সহ অন্যান্য দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করে বাদীর স্বামী ১নং সাক্ষীর মাথায় পিস্তল ঠেকিয়ে হাত ধরে রাখে এবং ২নং সাক্ষী তাপস মহেষ ও ৩নং সাক্ষী শংকর দাসের গলায় রামদা ধরিয়া লাইলনের দড়ি দিয়া তাহার হাত-পা বেধেঁ মুখে স্কসটেপ পেচিয়ে দোকানের ভিতরে ও সামনে থাকা সকল সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। পরে (ভিকটিম) ব্যাবসায়ী শিবানন্দ রায় বণিক এর দোকানের ক্যাশ বক্সের ভিতরে থাকা মালামাল বিক্রির নগদ বিভিন্ন নোটের অনুমান ৫,০০,০০০/- (পাচ লক্ষ) টাকা ডাকাতি করে নিয়ে নেয়। এসময় অজ্ঞাতনামা ডাকাতরা একে অপরের সহযোগীতায় ব্যাবসায়ী শিবানন্দ রায় বণিক কে অস্ত্রের মুখে জিম্মি করে জোর পূর্বক অপহরণ করে নিয়ে নেয়।
পরবর্তীতে ব্যাবসায়ী শিবানন্দ এর স্ত্রী বাউফল থানায় একটি অপহরণ এর অভিযোগ দিলে, বাউফল থানা পুলিশ দ্রুত বিষয়টি আমলে নিয়ে পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম সজল ও সিনিয়র সহকারী পুলিশ সুপার, বাউফল সার্কেল আরিফ মুহাম্মদ শাকুর এবং পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ( ওসি) মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে বেশ কয়েকটি টিম মাঠে নেমে চিরুনি অভিযান পরিচালনা করে। পরে বাউফল থানার কালাইয়া বাজারের বিভিন্ন স্থান হইতে সিসি টিভির ফুটেজ সংগ্রহের সূত্রপাত ধরে ৬ জানুয়ারি সোমবার কালাইয়া এলাকা থেকে ব্যাবসায়ী শিবানন্দ রায় বণিক'কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এসম অপহরণ ও ডাকাতির সাথে জরিত ৫'জন গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃতরা হলো, মোঃ মাসুদ শরীফ (২৪), পিতা-মোঃ আকবর শরীফ, মাতা-মাকসুদা বেগম, সাং-বালিগোনা ৭নং ওয়ার্ড, থানা-ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠি, মোঃ মিরাজ মৃধা (২০), পিতা-মোঃ মিন্টু মৃধা, মাতা-মিনারা বেগম, মোঃ জহির প্যাদা (২৭), পিতা-মোঃ বাবুল প্যাদা, মাতা-রেনু বেগম, বিধান চন্দ্র মিস্ত্রী (২২), পিতা-গকুল চন্দ্র মিস্ত্র কালু মিস্ত্রী, মাতা- উত্তরা রানী, সর্ব সাং-বড় ডালিমা, ৮নং ওয়ার্ড, ইউপি-নাজিরপুর তাতেরকাঠি, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, এবং মোঃ মাহফুজ (১৬), পিতা-মোঃ জাকির সিকদার, মাতা-কহিনুর বেগম, সাং-চর পাচুকিয়া ৪নং ওয়ার্ড, থানা-দক্ষিণ আইচা, জেলা-ভোলা।
বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় ৭২ ঘন্টার ভিতরে'ই সু-কৌশলে আধুনিক প্রযুক্তি ও উর্ধতন কর্তৃপক্ষের নির্দশনা অনুযায়ী অক্ষত অবস্থায় ব্যাবসায়ী শিবানন্দ রায় বণিক'কে উদ্ধার করা সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বাংলাদেশ পেনাল কোড এর ৩৯৫/৩৯৭/৩৬৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জরিতদের গ্রেফতারের আরো অভিযান অব্যাহত রয়েছে।