এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কম্বল বিতরণ
শরীয়তপুর প্রতিনিধি - সংবাদের পাতা:
এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কম সৌভাগ্যবান শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে সদর উপজেলার চিকন্দী পশ্চিম আটপাড়া নূরানী কওমীয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ কম্বল বিতরণ করা হয়েছে।
এপেক্স ক্লাব অব শরীয়তপুরের প্রেসিডেন্ট এপেক্সিয়ান এ্যাড. নুরুজ্জামান শিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশ এর জেলা গভর্নর ১ এপেক্সিয়ান এড মাসুদুর রহমান, এপেক্সিয়ান এড রাশিদুল হাসান মাসুম,এপেক্সিয়ান আ. রব কোতোয়াল,এপেক্সিয়ান সোহেল রানা,এপেক্সিয়ান উৎপল কান্তি সাহা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আক্তার হোসেন সেক্রেটারি এপেক্সিয়ান ফারজানা ইয়াসমিন, ট্রেজারার এপেক্সিয়ান জিল্লুর রহমান, এপেক্সিয়ান আতিকুল ইসলাম, এপেক্সিয়ান নাজমুল হাসান রাসেল, এপেক্সিয়ান এ্যাড . মোদাচ্ছের হোসেন বাবুল প্রমুখ।