গলাচিপায় অবৈধ বেহুন্দী জাল জব্দ
মু. জিল্লুর রহমান জুয়েল – ষ্টাফ রিপোর্টার
সংবাদের পাতা:
গলাচিপার রামনাবাদ নদীতে বিশেষ কম্বিং অপারেশন ২০২৫ইং এ অভিযান পরিচালনা করেন, গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী।
১২ জানুয়ারি রবিবার বিকাল ৩ টা থেকে গলাচিপা থানা পুলিশে সহযোগীতায় সন্ধা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১০ টি নিষিদ্ধ বেহুন্দী জাল জব্দ এবং লাইসেন্স বিহীন একটি মাছ ধরা ট্রলার মালিক’কে মোবাইল কোর্ট এর আওতায় আনা হয়।
এসময় মৎস্য অফিসার বলেন, দেশের রুপালী সম্পদ রক্ষায় সরকারের ঘোষণা অনুযায়ী দুই মাস বিভিন্ন নদীতে এ কম্বিং অপারেশন পরিচালিত হবে। এক্ষেত্র সচেতন সুশীল সমাজ এবং গণমাধ্যম এর আন্তরিক সহযোগীতা কামনা করেন।
পরে, গলাচিপা স্নানঘাট নদীর পারে জব্দকৃত বেহুন্দী জাল গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।