সবার কথা বলে

রাঙ্গাবালীতে যৌথভাবে কম্বিং অপারেশনে বিভিন্ন নদী থেকে নি”ষি”দ্ধ জাল জ*ব্দ

0 30

রাঙ্গাবালীতে যৌথভাবে কম্বিং অপারেশনে বিভিন্ন নদী থেকে নিষিদ্ধ জাল জব্দ।

মু. জিল্লুর রহমান জুয়েল – ষ্টাফ রিপোর্টার

সংবাদের পাতা:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন নদীতে যৌথভাবে কম্বিং অপারেশন ২০২৫ অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণ কর্মসূচী গ্রহন করা হয়।

১২ জানুয়ারি রবিবার সকাল থেকে সন্ধার আগপর্যন্ত “বিশেষ কম্বিং অপারেশন -২০২৫ এর প্রথম ধাপে স্থান, রাবনাবাদ নদী ও বঙ্গোপসাগরের নদীর মোহনা থেকে নিষিদ্ধ বেহুন্দি জাল, চরঘেরা জাল জব্দ করে রাঙ্গাবালী উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। যার অবৈধ মূল্য আনুমানিক প্রায় ৩ লাখ টাকা।

কম্বিং অপারেশন অভিযান পরিচালনা করেন, রাঙ্গাবালী উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু , বাংলাদেশ কোস্টগাড কমান্ডার জনাব মোঃ শফি মাহমুদ সহ অফিস সহকারী জনাব মোঃ নেছার উদ্দিন এবং ইমরান মাহমুদ।

সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু গণমাধ্যম’কে জানান, সরকারের ঘোষণা অনুযায়ী, পটুয়াখালী জেলা মৎস্য কার্মকর্তা মোঃ কামরুল ইসলাম এর নির্দশনা অনুযায়ী নদীতে কম্বিং অপারেশন ২০২৫ পরিচালিত হচ্ছে, এবং আগামি দুই মাস দেশের রুপালি সম্পদ সু- রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। তবে, দেশ এবং জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষে সবা’ই আন্তরিক সহযোগীতা করার অনুরোধ জানান।

পরে জব্দকৃত অবৈধ জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.