
শুশুর বাড়ি বেড়াতে এসে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ীর মৃত্যু।
আজগর হোসাইন আতিক – সোনাগাজী প্রতিনিধি
সংবাদের পাতা:
ফেনীর সোনাগাজীতে শশুর বাড়িতে বেড়াতে এসে কাভার্ড ভ্যানের চাপায় নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় স্ত্রী দিলারা আক্তার সহ গুরতর আহত হয়েছে আরো তিনজন।
গতকাল ২ ফেব্রুয়ারী রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে সোনাগাজী ফেনী সড়কের মঙ্গলকান্দি ইউনিয়নের পুরাতন রাস্তার মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যবসায়ী নিজাম উদ্দিন স্ত্রীকে সাথে নিয়ে শশুর বাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সিএনজিতে উঠেন। পথিমধ্যে লক্ষীপুর পুরাতন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের চাপায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে স্ত্রীর চোখের সামনেই ব্যবসায়ী নিজাম উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়, গুরতর আহত হয় আরো তিন জন। আহতদের অবস্থার অবনতি দেখে পুলিশ ও স্থানীয়রা চিকিৎসার জন্য তাদের ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের শ্যালক রাজু বলেন, দুলা ভাই নিজাম উদ্দিনের চট্টগ্রাম শহরের কাজির দেউরি এলাকায় মুদিমালের ব্যবসা রয়েছে। পরিবার নিয়ে তিনি চট্টগ্রামে থাকতেন। চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন আমার বাবাকে তিনি দেখাশুনা করতেন। আমার বোনকে নিয়ে গত দুইদিন আগে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। আজকে সকালে ফেরার পথেই গাড়ি চাপায় দুলা ভাই মুত্যুবরণ করেছেন। এছাড়াও আমার বোন সহ তিনজন গুরতর আহত হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ হোসেন আকন দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত ও ৪জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।