
কুড়াখাল পূর্বপাড়া জামে মসজিদ যুবসমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃ সেলিম রানা – দেবিদ্বার উপজেলা
সংবাদের পাতা:
বুধবার ৫ ফেব্রুয়ারি কুড়াখাল পূর্বপাড়া জামে মসজিদ যুবসমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
উক্ত মাহফিলের প্রধান বক্তা ও বিশেষ বক্তার মধুর কণ্ঠস্বরে শত শত মুসল্লিদের সমাগম উপস্থিতি লক্ষ্য করা যায়। মাহফিলে পরকাল ইহকাল সুদ ঘুষ, মুনাফিক নিয়ে আলোচনা করেন, মুফতি আনিসুর রহমান আশরাফী এবং মাওলানা ক্বারী মোঃ কাসেম, ও মাওলানা নুরুল ইসলাম নাহিদ।
এ সময় আরো ওয়াজ করেন, মাওলানা মাসুম বিল্লাহ রসুলপুরী। এই মাহফিলটির বিশেষ ভূমিকা রাখেন মোঃ নজরুল ইসলাম মুন্সী।
মাহফিলটি পরিচালনায় এবং সার্বিক সহযোগিতায় ভূমিকা রাখেন, কুড়াখাল পূর্ব পাড়া যুব যুবসমাজ। উক্ত মাহফিলটি যুব সমাজের মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয়োজন করা হয়েছে।
কুড়াখাল পূর্ব পাড়া জামেমসজিদ ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন, জনাব রহমান মাস্টার, জনাব হাবিবুর রহমান প্রবাসী, জনাব খোকন মাস্টার, জনাব আবু মুছা, জনাব আবু কাউছার,জনাব শাহজাহান মাস্টার, এবং ডিলার অব: সেনা সদস্য মবিন সাহেব।