
সোনাগাজীতে ইসলামী যুব আন্দোলনের উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত।
আজগর হোসাইন আতিক – সোনাগাজী প্রতিনিধি :
ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার যুব সম্মেলন ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে অনুষ্ঠিত হয়।
আইএবি সোনাগাজী উপজেলা কার্যালয়ে সংগঠনটির উপজেলা সভাপতি মাস্টার আব্দুল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাঈম ফারাবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা হিজবুল্যাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সহ-সভাপতি মুহা. সাইফুল্লাহ আল শামীম।
থানা সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ, সোনাগাজী উপজেলা সভাপতি মাওঃ নুরুল হক বিন জিয়াউল হক, প্রচার ও দাওয়াহ সম্পাদক রাশেদ ইকবাল রাজু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনাগাজী থানা দক্ষিণ শাখার কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইয়াছিন আবরার , সাবেক সভাপতি মাওলানা ইব্রাহীম রিয়াদ সহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীবৃন্দ।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি মুহা. সাইফুল্লাহ আল শামীম তার বক্তব্য শেষে সোনাগাজী উপজেলা শাখার ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে পূণরায় আব্দুল আলী, সহ-সভাপতি সাফায়াত হোসেন, সাধারণ সম্পাদক আবু নাঈম এর নাম ঘোষণা করেন।