সবার কথা বলে

সোনাগাজীতে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত

0 11

সোনাগাজীতে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত

আজগর হোসাইন আতিক

সোনাগাজী প্রতিনিধি:

বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুর ২ ঘটিকা থেকে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত সোনাগাজী হাই স্কুল মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমানের সভাপতিতে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্যাহ বুলু, সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক চীফ হুইফ জয়নাল আবেদীন ফারুক, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় সহ শিক্ষা সম্পাদক রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শামীম সহ বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় এছাডাও বিএনপি, যুব দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুর বারোটা থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি বিকাল নাগাদ জনসমুদ্রে পরিণত হয়েছে।

র‍্যাবের হাতে ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতা মো: মাসুদের পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার আলোকে আমরা বিএনপি পরিবার আজ জনসভার শুরুতে সদ্য নির্মাণকৃত ঘর পরিবারের সদস্যের নিকট হস্তান্তর করেন।

জনসভায় ফেনী, নোয়াখালী ও লক্ষিপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিকট আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.