
তৃতীয় মিলনমেলায় উদযাপনে মিরসরাই উপজেলা গনিত পরিবার।
নিজস্ব প্রতিবেদক
জামাল উদ্দিন : মিরসরাই(চট্টগ্রাম):
শিক্ষকদের মিলনমেলায় যেন পূর্ণতা পেলো এবারের গুলিয়াখালী সমুদ্র সৈকত। বাৎসরিক এই মিলনমেলাই যেন শিক্ষকদের ক্লান্তি দূর করে আনন্দের বণ্যা বইয়ে দেয় সকল বয়সি গনিত শিক্ষকদের। দেশের কোথাও বিষয় ভিত্তিক শিক্ষকদের এমন একাগ্রতা, ভ্রাত্তিত্বের বন্ধন, একতা সচরাচর দেখা যায় না। মিরসরাই উপজেলার গনিত শিক্ষকদের এই মিলন মেলা যেন সকল শিক্ষকদের দৃষ্টান্ত।
৮ ফেব্রুয়ারী ২০২৫, রোজ শনিবার বৃহত্তর চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের প্রায় ৯২জন গনিত শিক্ষকের সমন্বয়ে গঠিত মিরসরাই উপজেলার গনিত পরিবারের ৩য় বার্ষিক মিলনমেলা২০২৫ অনুষ্ঠিত হয়। এবারের মিলনমেলা ২০২৫ উদযাপন করেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন সৌন্দর্যের অবয়ারন্যে ঘেরা গুলিয়াখালী সমুদ্র সৈকতে। মিলনমেলায় উপস্থিত হয়ে সকল শিক্ষক যেন সুখের রাজ্যে হারিয়ে গেলেন। গ্রাম বাংলার বিদ্যালয়ের ঐতিহ্যবাহী অন্ধের হাঁড়ি ভাঙ্গা খেলায় অংশ নেন মিলনমেলায় উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী। এ সময় সমুদ্র সৈকতে থাকা উপস্থিত অনেক দর্শনার্থীরাও খেলা উপভোগ করেন।শিক্ষকদের এমন সুন্দর পরিবেশনায় প্রশংসা করছেন অনেক দর্শনার্থীও। খেলার পাশাপাশি আয়োজন করেন লাকী কূপন ড্র। অনেক সুন্দর ও মজার সাথে উপভোগ্য ছিলো দিনটি।
সকালে সমুদ্রের পানির উত্তাল ঢেউয়ের গর্জন আর বনাঞ্চলের সৌন্দর্যের লীলাভুমি উপভোগ করে দুপুরের আহারের পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন মিরসরাই উপজেলার গনিত শিক্ষক পরিবার কর্তৃক আয়োজিত গনিত শিক্ষক মিলনমেলা ২০২৫। এ সময় উপস্থিত শিক্ষকদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন মিরসরাই উপজেলার গনিত শিক্ষক পরিবার সংগঠনের সভাপতি মহাজন হাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নিজাম উদ্দিন বি এস সি, সাধারণ সম্পাদক খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব পলাশ চন্দ্রনাথ বি এস সি। সহ সভাপতি মিঠাছরা ফাজিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব নঈম উদ্দিন বি এস সি, মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মীর হোসেন, সহ অনেক গনিত শিক্ষক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত মিলনমেলায় পূর্ণতা পায় শিক্ষকদের আনন্দ। এ শুধু মিলনমেলায় নয় বরং মিরসরাই উপজেলার গনিত শিক্ষকদের মধ্যে একটি ঐক্য, সম্প্রিতি সৃষ্টির একে অপরের সাথে মিল বন্ধনের অন্যতম মাধ্যম।এমন দৃষ্টান্ত কোথাও নেই বলেও মন্তব্য করেন উপস্থিত শিক্ষকগণ।
প্রতিবারের ন্যায় এবারো মিলনমেলা ২৫ আয়োজন করতে পেরে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের সভাপতি বলেন, এটি একটি শক্তিশালী বন্ধন হিসেবে দৃঢ়তার সাথে বেগবান করে তুলতে সকলের আন্তরিকতা কামনা করেন। সেই সাথে ঘোষনা করেন, মিরসরাই উপজেলার যে কোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা গনিত শিক্ষকের অবসরে সবসময় মিরসরাই গনিত শিক্ষক পরিবার কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করে সম্মান জানাবেন সংগঠনের পক্ষ থেকে। বিদায় লগ্নে এমন সুন্দর মহতি সম্মান প্রদান ইচ্ছাকে স্বাগত জানান উপস্থিত সকল শিক্ষক।
পরিশেষে সকলকে উপস্থিত থেকে সুন্দর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলার জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ চন্দ্রনাথ।