সবার কথা বলে

সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবী পরিবারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0 7

সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবী পরিবারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

আজগর হোসাইন আতিক

সোনাগাজী প্রতিনিধি :

২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীর সোনাগাজীতে ফ্রি মেডিকেল ক্যাম্প’র আয়োজন উপলক্ষে সামাজিক সংগঠন সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবী পরিবারের প্রস্তুতি সভা সান জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়।

প্রবাসী স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও শাহাপুর মুনস্টার ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েমের সঞ্চালনায় এসময় সান জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলা উদ্দিন, ম্যানেজার ফরিদ আহমেদ ভূইয়া, সোনাগাজী ব্লাড ডোনেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইয়াছিন মাহমুদ, মানবতার ডাক’র সহ সভাপতি এমদাদুল হক সুজন, শিক্ষা ঘর সোনাগাজীর সভাপতি হোসাইন আজাদ, সোনাপুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার আব্দুল্যাহ জায়েদ, টিম ইমার্জেন্সী সোনাগাজীর এমদাদুল হক সোহেল, স্বপ্নসিড়ি সমাজ কল্যাণ সংস্থার হাসান সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এমদাদুল হক সুজন বলেন, আমরা স্বেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারী পাইলট হাইস্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়েজন করতেছি। এতে আমাদের কার্যক্রমে সর্বাত্মক সহায়তা করবে সান জেনারেল হাসপাতাল। আমাদের প্রোগ্রামকে ব্যতিক্রমী হিসেবে উপহার দিতে প্রস্তুতি নেয়া হচ্ছে।

সান জেনারেল হাসপাতালে পরিচালক মোহাম্মদ আলা উদ্দিন বলেন, আমরা মানবিক কাজে সবসময়ই পাশে থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী পরিবারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে তাদের পাশে থাকতে পেরে অনেক ভালো লাগছে। আমরা বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ও ১হাজার লোকের জন্য রক্তের গ্রুপ নির্ণয়ের প্রয়োজনীয় জিনিসপাতি ব্যবস্থা করেছি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.