মৌলভীবাজারে"হারমোনিকা সংগীত একাডেমির" আনুষ্ঠানিক উদ্বোধন।
ইকবাল হোসেন রিংকু - মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার হারমনিকা একাডেমির যাত্রা শুরু করেছে।
সোমবার ১০ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা, সংগীত চর্চাকে আরও বেগমান করতে, এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সন্ধ্যা ৭ ঘটিকায় শুভ উদ্বোধন হয়।
এদিকে হারমোনিকা সংগীত একাডেমি,সার্বিক সহযোগিতায়, রুমেল ও রুশা।
এ সময় উদ্বোধনীয় ঘোষনা করেন, মোঃ সামছুল ইসলাম রাসেল,অহবায়ক,জেলা জাসাস মৌলভীবাজার,এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকেন, মুহিবুর রহমান প্রতিষ্ঠাতা পরিচালক,শিশু কানুন কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার ,সারোয়ার মজুমদার ইমন সিনিয়র যুগ্ম আহবায়ক,পৌর বিএনপি মৌলভীবাজার,,ইকবাল হোসেন রিংকু,সম্পাদক সাংবাদিক, সাপ্তাহিক বর্তমান মৌলভীবাজার ও মোঃ জোসেপ আলী চৌধুরী সহ-সভাপতি সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও মৌলভীবাজার জেলা অনলাইন প্রেসক্লাব প্রমূখ।
যন্ত্র শিল্পী জাকির হোসেন এর সঞ্চালনায় শুরুতেই এক ঝাঁক শিক্ষার্থীদের নিয়ে এক এক করে ৫ টি সংগীত পরিবেশন করা হয়,একাডেমির প্রশিক্ষক,চম্পক ভট্টাচার্য, দোলন দাস,আশা কর,সূচনা বর্মন,কেয়া রানী ধর,ছাকিব এর পরিচালানায়।
অনুষ্টানের ২য় অংশতে চিলো মৌলভীবাজার জেলার সুনামধন্য সংগীত শিল্পীদের সংগীত পরিবেশনা। এতে সংগীত পরিবেশনা করেন,রুমেল খান,অভি খান, রাহুল, জলি, গোপন চক্রবর্তী, সূচনা বর্মন,আশা কর চম্পক ভট্টাচার্য,। যন্ত্র শিল্পী হিসেবে উপস্থিত চিলন, মৌলভীবাজার জেলার সুনামধন্য যন্রশিল্পীরা, ইমন, শাওন,বাপন, রাজিব, আহাদ,রনি,পলাশ, সাউন্ডে চিলেন, সিটি সাউন্ড ও জয় গুরু সাউন্ড।
অনুষ্ঠানের সর্বশেষে সকল সম্মানিত অতিথিদের আজীবন সম্মাননা স্বারক প্রদান করা হয়।