শরীয়তপুর সদর উপজেলা জাতীয় নাগরিক কমিটি গঠন
শরীয়তপুর প্রতিনিধি - সংবাদের পাতা:
জাতীয় নাগরিক কমিটি শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি কমিটি গঠন হয়েছে। জুলাই'২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত আন্দোলনকারীর সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় নাগরিক কমিটির সদস্য ঋয়াজ মোর্শেদ ও সদস্য মো. আ. রহমান এ তথ্য নিশ্চিত করেন। এরআগে মঙ্গলবার মো. মোক্তার হোসেন সবুজ (সবুজ তালুকদার) কে ১ নং প্রতিনিধি করে ১৫১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটির অনুমোদন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন।
এ ব্যাপারে মোক্তার হোসেন সবুজ তালুকদার বলেন, আমরা ২৪ এর চেতনা বাস্তবায়নে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে এই প্লাটফর্মে আসার জন্য আহবান জানাচ্ছি।