সবার কথা বলে

ফেনী ইউনিভার্সিটি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন

0 8

ফেনী ইউনিভার্সিটি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন।

আজগর হোসাইন আতিক – ফেনী:

সংবাদের পাতা:

১১ ফেব্রুয়ারী বুধবার ফেনী ইউনিভার্সিটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইউনিভার্সিটি প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

লং জাম্প, হাই জাম্প, সাইকেল রেইস, মিউজিক্যাল চেয়ার, লুডু, হাড়ি ভাঙ্গাসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ। এসময় তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম উপাদান। শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম, কারণ এটি আমাদের শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। ফেনী ইউনিভার্সিটি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, প্রক্টর মো. আয়াতুল্লাহ, রিসার্চ সেলের সহকারী পরিচালক হাসান আহমেদ, ছাত্র উপদেষ্টা মো. আবদুল্লাহ আল ইউনুসসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.