শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহযোগিতা প্রদান।
শরীয়তপুর প্রতিনিধি - সংবাদের পাতা:
শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ডোমসার ইউনিয়ন এর দপ্তরি কান্দি গ্রামে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও শুকনো খাবার বিতরণ করা হয়। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুর রব হাশেমী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, নারায়নগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, ডোমসার ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান খান।
এ সময় জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুর রব হাশেমী বলেন, সহযোগিতা বড় কথা নয়। ক্ষতিগ্রস্থ পরিবারের সদ্যদের সান্তনা দেওয়ার জন্য আমরা এসেছি। এখন প্রতি পরিবারের মাঝে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের সাথে কথা বলব। যদি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে পারি তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মজলিসের সুরা সদস্য মাস্টার তাজুল ইসলাম, সদর উপজেলার আমীর মাওলানা বেলাল হোসেন, সদর উপজেলা সেক্রেটারি রহমত উল্লাহ, জাজিরা উপজেলা সেক্রেটারি মাসুম বিল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস ও প্রকাশনা সম্পাদক ইন্জিনিয়ার লোকমান হোসাইন, ডোমসার ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মুজাহিদুল ইসলাম, ডোমসার ২ নং ওয়ার্ড সভাপতি মাসুম পারভেজ।
উল্লেখ্য, গত শুক্রবার শরীয়তপুর সদর উপজেলার ডোমসার দপ্তরী কান্দি গ্ৰামে বিকেল ৩ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ টি পরিবারের ১৭টি ঘর, ধান-চাউল ও আসবাবপত্র পুড়ে যায়।