সোনাগাজীর চরদরবেশে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
আজগর হোসাইন আতিক
সোনাগাজী প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর ইঞ্জুমান পশ্চিম চরদরবেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ ১৪ ফেব্রুয়ারী বিকাল ৫ ঘটিকায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও আজহারুল ইসলাম ইমরানের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী দাগনভূইয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ডা. ফখরুদ্দিন মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোস্তফা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা সহ সভাপতি আজিজুল করিম, উপজেলা সভাপতি সৈয়দ মো: মাঈন উদ্দিন, সেক্রেটারি জহিরুল ইসলাম মামুন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কোম্পানিগঞ্জ উপজেলা বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি জিয়াউল হক জিয়া, ব্রাজিল প্রবাসী ওয়াসিম হেলাল, সাইদুল হক, মোহাম্মদ ইব্রাহিম, ইব্রাহীম মাস্টার, নুর আলম ফারুক প্রমুখ।