সাজ্জাদ হোসেন আদর
ঢাকা প্রতিনিধি:
রাজধানীর ব্যাস্ততম এলাকা ফার্মগেটের ফুটওভার ব্রিজ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের পদচারনায় ব্যাস্ত থাকে। ব্যাস্ততম ফুটওভারব্রিজটিতে প্রতিদিন চলাচল করেন ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আশেপাশে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় ছাত্রছাত্রীদের পদচারণায় ব্যাস্ত থাকে এই ফুটওভারব্রিজটি।
কিন্তু সরেজমিনে দেখা যায়, ওভারব্রিজ দখল করে হকাররা বিভিন্নধরনের পন্য বিক্রি করছে। সারাক্ষন ক্রেতাদের ভিড় লেগে থাকার ফলে সাধারণ পথচারীদের চলাচল করা কঠিন হয়ে পড়েছে। ব্রিজে চলাফেরা করতে না পেরে অনেকেই বাধ্য হয়ে রাস্তা দিয়ে পার হচ্ছেন।এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
পথচারী কাজী রফিকুল ইসলাম বলেন, "প্রতিদিন অফিস যাওয়ার সময় ফুটওভারব্রিজ দখলের কারণে চলাচলে অসুবিধে হয়। সবসময় মানুষের ধাক্কাধাক্কি লেগেই থাকে।" দোকানদারদের দাবি, তাদেরও জীবিকা নির্বাহের জন্য ফুটওভারব্রিজ ব্যাবহারের বিকল্প নেই। এক ব্যবসায়ী জানান, "আমরা এখানে বসতে বাধ্য হচ্ছি, কারণ অন্য কোথাও জায়গা নেই। প্রশাসন মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালালেও পরে আবার আমরা বসতে বাধ্য হই।"
ফুটপাত দখলের এই প্রবণতা নতুন নয়। প্রশাসন মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালালেও তা দীর্ঘস্থায়ী হয় না। কিছুদিন পরই আবার আগের অবস্থায় ফিরে আসে। নগর পরিকল্পনাবিদদের মতে, একটি সমন্বিত নীতিমালার মাধ্যমে পথচারীদের অধিকার নিশ্চিত করাই এর একমাত্র সমাধান।
ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখার উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। বিশেষজ্ঞরা বলছেন, হকারদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি না করলে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। নগর কর্তৃপক্ষের সুদূরপ্রসারী পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নই পারে এই পরিস্থিতির উন্নতি ঘটাতে।