পটুয়াখালীর দশমিনার চাঞ্চল্যকর হত্যার মূল পরিকল্পনাকারী সহ গ্রেফতার দুই !
মু. জিল্লুর রহমান জুয়েল - ষ্টাফ রিপোর্টার
সংবাদের পাতা:
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের চাঁদপুরা এলাকার চাঞ্চল্যকর মহিউদ্দিন ঈসা হত্যার মূল পরিকল্পনাকারী তুহিন ও সহযোগীকে ঢাকার কাফরুল থানার পশ্চিম ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারী -২০২৫ ইং বেলা অনুমানিক এগারোটার সময়ে তার অটো রিক্সা নিয়ে নিজ বাড়ি হতে বের হলে পরের দিন ৫'ই ফেব্রুয়ারী বেলা অনুমানিক সাড়ে এগারোটার দিকে দশমিনা থানাধীন আলীপুর ইউনিয়নের চাঁদপুরা গ্রামের রুহিতপুর এলাকার জনৈক মোঃ নাসির উদ্দিন হাওলাদারের তরমুজ ক্ষেত সংলগ্ন উত্তর পাশের্^র টং ঘরের ভিতর মাচার উপর খড়কুটা দিয়ে ঢাকা রক্তাক্ত অবস্থায় ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে পটুয়াখালী ও দশমিনা থানা পুলিশ।
এরূপ সংবাদ প্রাপ্তির সাথে সাথে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন পূর্বক হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন এর জন্য পটুয়াখালী জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে।
এ সংক্রান্তে বিভিন্ন তথ্য, উপাত্ত সংগ্রহ পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায়, বিভিন্ন এলাকার সিসিটিভি ভিডিও ফুটেজ ও স্থানীয় তথ্য-উপাত্তের মাধ্যমে দশমিনা থানাধীন আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামস্থ মৃতঃ নুরুল হক হাওলাদারের পারিবারিক কবরস্থানের দক্ষিণ পাশের্^ কাচা রাস্তার উপর হতে গত ০৫-০২-২০২৫ খ্রিঃ ১৫.২০ ঘটিকায় ভিকটিমের অটোগাড়ি উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জড়িতদের সনাক্তপূর্বক আসামী মোঃ নাহিদ (১৪), সাং-কালিকাবাড়ি, মহিষকাঠা, থানা-আমতলী, জেলা-বরগুনাকে তার নানা বাড়ি পটুয়াখালী সদর থানাধীন শারিকখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ হতে গত ১৫-০২-২০২৫ খ্রিঃ রাত্র ২২.০৫ ঘটিকায় গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ শেষে ১৬-০২-২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামী মোঃ নাহিদ বিজ্ঞ আদালতে ফৌঃকাবিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। উক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আসামী মোঃ তুহিন (২৪), পিতা-মোঃ সেলিম হাওলাদার, সাং-দূর্গাপুর, থানা ও জেলা-পটুয়াখালীকে সাথে নিয়ে আসামী নাহিদ অটো ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে পূর্ব-পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করে।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৮-০২-২০২৫ খ্রিঃ রাত ০০.৩০ ঘটিকার সময়ে আসামী মোঃ তুহিন (২৪), পিতা-মোঃ সেলিম হাওলাদার, সাং-দূর্গাপুর, থানা ও জেলা-পটুয়াখালীকে ডিএমপির কাফরুল থানাধীন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এসনয় ১ টি অটোগাড়ি, হত্যাকান্ডে ব্যবহৃত ১ টি বাংলা দা, ভিকটিমের ব্যবহৃত রক্তমাখা ০১ জোড়া জুতা এবং নিহত ভিকটিম এর ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।
দশমিনায় চাঞ্চল্যকর মহিউদ্দিন ঈসা হত্যার মূল পরিকল্পনাকারী সহ দুই জনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।
নিহত ভিকটিম মৃত মহিউদ্দিন ঈসা (২০), পিতা-মোঃ জাফর ফকির, সাং-ইটবাড়িয়া, থানা ও জেলা-পটুয়াখালী একজন অটোচালক।