সবার কথা বলে

শরীয়তপুর-১ আসনে জিয়াউল হক কাসেমীকে জামায়াতের প্রার্থী ঘোষণা

0 8

শরীয়তপুর-১ আসনে জিয়াউল হক কাসেমীকে
জামায়াতের প্রার্থী ঘোষণা।

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ; শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, শাইখুল হাদীস মাওলানা জিয়াউল হক কাসেমীকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। শুক্রবার (১৪ জানুয়ারি ২০২৫) বিকালে শরীয়তপুর পৌরসভা ময়দানে আয়োজিত সীরাত সম্মেলনে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ ঘোষণা দেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিউল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস কাসেমীর সঞ্চালনায় সীরাত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী।

বিশেষ অতিথি ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা বশির আহমাদ, সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমী।
সম্মেলনে জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানী, সাধারণ সম্পাদক মো. দবির হোসেন শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আল নাজির, ছাত্র জমিয়তের সভাপতি হুমায়ুন, সাধারণ শাহাদাত, প্রচার সম্পাদক সাঈদ আল মাশরুর, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.