সবার কথা বলে

শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রে*ফ*তা*রের দাবিতে বি*ক্ষো*ভ মিছিল

0 3

শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল।

মোঃ জামাল হোসেন – স্টার্ফ রিপোর্টার

সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নড়িয়া উপজেলা বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শহিদ মিনার চত্বর থেকে প্রথমে শুরু করে নড়িয়া পশু অধিদপ্তরের সামনে গিয়ে পূনরায় নড়িয়া বাজার রোড হয়ে নড়িয়া পোস্ট অফিসের সামনে এসে বিক্ষোভ মিছিল টি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি মানবাধিকার সম্পাদক শরীয়তপুর জেলা বিএনপি মনতাজ উদ্দিন হাওলাদার,নড়িয়া পৌরসভা বিএনপি নেতা সালাউদ্দিন ছৈয়াল,নড়িয়া পৌরসভা যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখ,নড়িয়া উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা,নড়িয়া পৌরসভা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুদ খান, নড়িয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ আলাউদ্দিন মোল্লা,
নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান,নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান পঞ্চায়েত, ডিঙ্গামানিক ইউনিয়নের ৩ নং এর সাবেক সদস্য মুরসালিন সরদার, ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সালাউদ্দিন,ঘড়িষার ইউনিয়নের জিয়া পরিষদের সভাপতি মোঃ মনির বেপারী।
সহ আরও অনেকে।

এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি বলেন, সারাদেশে অপারেশন ডেভিল হান্টে প্রত্যেকটি জেলা উপজেলায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করা হলেও আমরা দেখতে পাচ্ছি আমাদের নড়িয়া উপজেলায় আওয়ামী সন্ত্রাসীদের পুলিশ প্রশাসন কিছুতেই গ্রেফতার করছে না।আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যদি দ্রুত আওয়ামী সন্ত্রাসীদের প্রশাসন গ্রেফতার না করে তাহলে এরচেয়ে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, নড়িয়ায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে। যদি নতুন কোন মামলা তাদের নামে থাকে তাহলে তাদেরকেও গ্রেফতার করা হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.