সবার কথা বলে

ফেব্রুয়ারী মানে

0 8

ফেব্রুয়ারী মানে

নঈম হাসান

ফেব্রুয়ারী মানে
মায়ের মুখের ভাষা
বাংলা ভাষার প্রতি
মানুষের ভালোবাসা।

ফেব্রুয়ারী মানে
রফিক, বরকত, জব্বার
তাদের সবার
আত্মত্যাগের অহংকার।

ফেব্রুয়ারী মানে
ছাত্র জনতার ঢল
প্লাকার্ড হাতে নিয়ে
তরুণের দল।

ফেব্রুয়ারী মানে
অশ্রু ভেজা কান্না
শহীদের বয়ে যাওয়া
রক্তের বন্যা।
ফেব্রুয়ারী মানে
নীল আকাশ মুক্ত
মিনারের মাঝে
টুকটাকে লাল বৃত্ত।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.