আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে: মাওলানা জালালুদ্দীন আহমদ।
শরীয়তপুর প্রতিনিধি - সংবাদের পাতা:
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সাম্প্রতিক ব্যাপক ভাবে বেড়ে যাওয়া ছিনতাই- রাহাজানির ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে। নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনী সমূহের ম্রিয়মাণ তৎপরতায় জনমনে অসন্তোষ দেখে দিচ্ছে। কোন রকম বিলম্ব ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুরের জাজিরা উপজেলা সদরের টিএন্ডটি মোড় মাঠে খেলাফত মজলিস পৌরসভা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পতিত হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামীলীগ সব রকম উপায়ে দেশে নৈরাজ্য, বিশৃঙ্খলা, ছিনতাই-রাহাজানি, খুন-খারাবীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য অপপ্রয়াস চালিয়ে যাবে- এটা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে এক রকম ঘোষনাই দিয়ে রেখেছে। তারপরও সরকারের যথাযথ পদক্ষেপের অভাব আমাদেরকে হতাশ করছে।
সাম্প্রতিক সময়ে রাখাল রাহা'র প্রসঙ্গ উল্লেখ করে খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা বলেন, সরকারের ভিতর থেকেই একটি মহল সরকারকে ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরা বিগত ফ্যাসিবাদের সুবিধা ভোগী। এরা চব্বিশের চেতনা ধারণ করেনা। এরা শাহবাগের পরাজিত শক্তি। এরা তওহীদি জনতাকে বারবার উস্কানি দিচ্ছে। এরা পতিত হাসিনার প্রত্যাবর্তনের স্বপ্ন দেখে।
তিনি আরও বলেন, সরকারের কোন কোন উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই আপত্তি জানিয়ে ছিলাম। এখনো সময় আছে তাদের বিষয়ে সতর্ক হোন। দেশের সামগ্রিক যা অবস্থা তাতে প্রয়োজনীয় সংস্কার ছাড়া একটি যেনতেন নির্বাচন এই জাতিকে মুক্তি দিবে না।
প্রয়োজনীয় সংস্কারসহ একটি ফলপ্রসূ জাতীয় নির্বাচনের দাবীতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান এই নেতা।
জাজিরা পৌরসভা খেলাফত মজলিসের সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম বাদশা ও সহ-সভাপতি মাওলানা রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানী, সাধারণ সম্পাদক হাফেজ মো. দবির হোসেন শেখ।
আমন্ত্রিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক বজলুর রশিদ শিকদার। বক্তব্য রাখেন, জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমিন, সদর উপজেলার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম মানিক ,মাওলানা মাহবুবুর রহমান উসমানী। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।