সবার কথা বলে

কু‌ড়িগ্রা‌মে ধর্ম অ ব মা ননার অভিযোগে শিক্ষককে গ্রে*প্তা*রে*র দাবি

0 7
কু‌ড়িগ্রা‌মে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষককে গ্রেপ্তারের দাবি।
হাফিজুর রহমান হৃদয়/কুড়িগ্রাম – সংবাদের পাতা:
কুড়িগ্রামের চিলমারীতে মহানবী (সা:) কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি থানাহাট বাজার মসজিদ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চর শাখাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কলামিস্ট নাহিদ হাসানের বিরুদ্ধে মহানবী (সা:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননা ও কটূক্তির অভিযোগ তোলেন। এ সময় অভিযুক্ত নাহিদ হাসানকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষুব্ধ জনতা।
সমাবেশে বক্তব্য রাখেন, কারী মোহাম্মদ ফটিক সরকার, এবি পার্টি চিলমারী উপজেলা শাখার সদস্য সচিব মাজু ইব্রাহিম, ছাত্র প্রতিনিধি লিটন ইসলাম সাকিব, সাব্বির আহম্মেদ, রেজাউল করিম, নাহিদ ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ চিলমারী শাখার সাবেক সভাপতি ওয়াজ কুরুনি প্রমুখ।
বক্তারা শিক্ষক ও কলামিস্ট নাহিদ হাসানকে দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এর আগে কৃষক সমাবেশের নামে সরকারি তহবিল থেকে ৬৫ লাখ টাকা অনুদান চেয়ে আবেদন করার একটি চিঠি ভাইরাল হ‌লে সমালোচনার ঝড় ওঠে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.