সবার কথা বলে

মিরসরাইতে আ*গু*নে পুড়ে নিঃস্ব: দুটি পরিবার

0 5
মিরসরাইতে আগুনে পুড়ে নিঃস্ব হলো দুটি পরিবার।
মোঃ জামাল – সংবাদের পাতা:
দিনের আলোতে হঠাৎ দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন।মুহুর্তের মধ্যে দুটি পরিবার পুড়ে নিঃস্ব হয়ে যায়।শুধু নিঃস্বই নয় বরং স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায় দুটি পরিবারের। মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন ভাঙ্গার করুণ আর্তনাথে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকা জুড়ে।

২৪ ফেব্রুয়ারি২০২৫ রোজ রবিবার সকাল আনুমানিক ১০টায় চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৮নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পান্তাপুকুর এলাকায় পূর্ব দুর্গাপুর গ্রামের শেখ আহম্মদ মৌলভী বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ওই বাড়ির মৃত কবির আহম্মদের ছেলে নুর মোহাম্মদ রাজন ও মোঃ আবদুল মান্নানের দুটি টিনসেটের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ (স্বর্ণালঙ্কার সহ) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অগ্নিকান্ডে ঘটে যাওয়া ক্ষতিগ্রস্থরা।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মোঃ আবদুল মান্নান থেকে জানা যায়, সোমবার সকালে তার বড় ভাই নুর মোহাম্মদ রাজনের ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। তার ভগ্নিপতি অসুস্থ শুনে তাঁকে দেখার জন্য তারা ঘরে তালা লাগিয়ে গতকাল গিয়েছিল ভগ্নিপতির বাড়ি। সকালে তালা বদ্ধ ঘরে আগুন লাগলে আগুন মুহুর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে  ঘরে থাকা স্বর্ণ, নগদ টাকা পুড়ে  ছাই হয়ে যায়। শরীরে থাকা কাপড় ছাড়া ঘরের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি বলেও জানান গৃহহারা রাজন ও তার ভাই। অগ্নিকান্ডে তাদের দলিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এমন মন্তব্য তাদের।

বদ্ধ ঘরে এভাবে আগুন লাগার সঠিক তথ্য যাচাই করার আহবান ও জানান তারা। শর্ট সার্কিট থেকেও লাগতে পারেন বলে কেউ কেউ মন্তব্য করছেন।তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানান, আগুন লাগার প্রকৃত কারণ ক্ষতিয়ে দেখা দরকার। পাশাপাশি রাত যাপন করার মতও আশ্রয় নেই এই অসহায় পরিবারের।বিত্তবানদের সহযোগিতা কামনা করেন একান্ত ভাবেই।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.