সবার কথা বলে

বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন

0 13

বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন।

মোঃ সাইফুল ইসলাম

বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

দীর্ঘ ১৬ বছর পর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চারোল ইউনিয়নে বিএনপি শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুল্লাহ বাবু , সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সবুর মাস্টার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ।

বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ২ নং চারোল ইউনিয়নের পরদেশীপাড়া সরকারকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হান্নু চেয়ারম্যান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা সহ-সভাপতি আলোম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ টি এম মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা কৃষক দলের সভাপতি ইউসুফ আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি সূত্র জানায়, দীর্ঘদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর আমেজে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.