সবার কথা বলে

সুজাপুর হাজী বেলায়েত হোসেন স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট’র চ্যাম্পিয়ন তেমুহনী একাদশ

0 4

সুজাপুর হাজী বেলায়েত হোসেন স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট’র চ্যাম্পিয়ন তেমুহনী একাদশ।

আজগর হোসাইন আতিক

সোনাগাজী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে সুজাপুর মাস্টারপাড়া সোসাইটির আয়োজনে হাজী বেলায়েত হোসেন স্মৃতি দিবারাত্রি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় ছাড়াইতকান্দি নাঈম একাদশকে ট্রাইব্রেকারে তিন শূন্য গোলে হারিয়ে তেমুহনী ফ্রেণ্ডস ক্লাব একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার রাতে মনগাজী বাজার সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি নেতা ও মাস্টারপাড়া সোসাইটির উপদেষ্টা মোজাম্মেল হোসেন মাসুদের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল পাটোয়ারীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নুর হাদী মিস্টার, সাইফুল ইসলাম সেন্টু, মোশাররফ হোসেন, সোনাগাজী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিয়াজ মাহমুদ রায়হান ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সাগর, সৌরভ, শিপন ও রাকিব প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.