সবার কথা বলে

জামালপুরে পরিবহ শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীর পালটা পাল্টী কর্মসুচি ঘোষণা

0 7
জামালপুরে পরিবহ শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীর পালটা পাল্টী কর্মসুচি ঘোষণা।
নিজস্ব প্রতিবেদক :
জামালপুর সদরে শরিফ’পুর রাজীব বাস ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের যাত্রীর মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে সেই দিন বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। বাসে আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠন জামালপুর জেলা শাখা।
তারি জের ধরে ছাত্র আন্দোলন কারীর একপক্ষ শহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন , জামালপুর টাঙ্গাইল বাসটার্মিনালের সামনে মানববন্ধন ও অবরোধ কর্মসুচিতে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে পরিবহন শ্রমিক ও ছাত্র আন্দোলন কারী দুই গুরুপের মধ্যে এতে করে এক বাস  শ্রমিকের আহতের খবর পাওয়া যায়। খবর পেয়ে সাথে সাথে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত হন ঘটনাস্থলে দুই পক্ষকে সরিয়ে দেন পুলিশ সদস্যরা।
ছাত্র আন্দোলন কারীরা জানান রাজীব বাস ড্রাইভার যারা বেপরুয়া ভাবে গাড়ি চালানো, যাত্রীদের সাথে খারাপ আচরণ, বাড়তি ভাড়া আদায়, ও রাজীব বাস মালিকদের অবৈধ সিন্ডিকেটের কারণে আমাদের এই আন্দোলন। আমরা রাজীব বাস মালিক ও তার স্টাফ দের এ অবৈধ নীতির অবসান না ঘটিয়ে আমাদের আন্দোলন চলমান থাকবে বলে ঘোষনা দেন ছাত্র আন্দোলন কারীরা।
অপর দিকে বাস মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতারা জানান ছাত্র আন্দোলন কারীদের দাবি অযৌক্তিক বলে জানান নেতারা। সেই সাথে বাসের স্টাফ ও গাড়ি অনিরাপত্তার জন্য বাস মালিকরা কোন গাড়ি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে না বলে জানান কর্তৃপক্ষ যতক্ষণ নিরাপত্তা জোরদার না হয় কোন গাড়ি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে না বলে ঘোষনা দেন শ্রমিক নেতারা।
এতে করে ভীষণ ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের সঠিক সময় বাস না পাওয়ায় বিপাকে পড়ছেন সাধারণ জনগণ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.