প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৮:৫২ অপরাহ্ণ
পলাশ হয়ে ফুটি

আসাদ সরকার
চলো তবে ফাগুন হাওয়ায় পলাশ হয়ে ফুটি
কৃষ্ণচূড়ার ডালে যেমন শালিক বাঁধে জুটি।
ফুলে ফুলে প্রজাপতি যেমন করে উড়ে
তোমায় আমি তেমন করে রাখবো হৃদয় জুড়ে।
ফাগুন এলে বন গহিনে ফুলে ফুলে সাজে
কোকিলেরই কুহু সুরটা কানে এসে বাজে।
হৃদয় জুড়ে প্রেমের জোয়ার সকাল বিকাল সাঁঝে,
তোমার ভালোবাসা পেতে আমার মনটা সাজে।
যুগল হংস সাঁতার কাটে যেমন করে পুকুরে
তুমি আমি সাঁতার কেটে প্রেম করবো দিনদুপুরে।
অন্তরে চোট লাগে আমার তোমার পায়ের নুপুরে,
ভালোবেসে যাবো ছুটে দু'জনে অচিনপুরে।
ফাগুন ঝরা বৃষ্টিতে আজ বাজে প্রেমের সুর,
অবহেলা করে কেন? তুমি থাকো দূর।
চোখে চোখে আলোর জোয়ার স্বপ্ননদীর ঢেউ,
শিমুল পলাশ আলাপনে সঙ্গী নেইতো কেউ
© 2023 - দৈনিক সংবাদের পাতা