
নড়িয়ায় মসজিদের টাকা বুঝিয়ে না দেয়ায় উন্নয়ন কাজ বন্ধ।
মোঃ জামাল হোসেন – স্টাফ রিপোর্টার
সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় মসজিদের টাকা বুঝিয়ে না দেয়ায় উন্নয়ন কাজ বন্ধ। ৪ (মার্চ) সোমবার উপজেলার ঘড়িষার ইউনিয়নের ঘড়িষার বাজার মসজিদ গিয়ে জানা যায়,ঘড়িষার বাজার জামে মসজিদের সাবেক ক্যাশিয়ার সেলিম মৃধা মসজিদের টাকা নতুন কমিটিকে বুঝিয়ে না দেয়ায় মসজিদের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মসজিদের মুসল্লী এবং মসজিদ কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জামাল ভূইয়া বলেন,নতুন কমিটি করা হয় গত জানুয়ারি মাসে।এতে তার পরের দিন সাবেক কমিটির ক্যাশিয়ার সেলিম মৃধা কে মসজিদের সকল আয় এবং ব্যায় নতুন কমিটির কাছে বুঝিয়ে দিতে বলা হয়।এতে তিনি বিভিন্ন তালবাহানা শুরু করেন।পরবর্তীতে তাকে সবাই মিলে চাপ প্রয়োগ করলে তিনি বলেন আমাকে ১০/১২ দিন সময় দিতে হবে। এতে তাকে সে সময় দেয়া হয়।কিন্তু সে সময় মতো তার কাছে আয় এবং ব্যায়ের বিষয় বুঝিয়ে দিতে বলা হলে তিনি বলেন,অনেক দিনের ব্যাপার এগুলো গুছিয়ে দিতে অনেক সময়ের প্রয়োজন। আমি তো বলেছি সময় লাগবে।
পরবর্তীতে মসজিদ কমিটির সভাপতি এ্যাড.ফিরোজ আহমেদ এর বাড়ি গিয়ে মসজিদের ক্যাশিয়ার সেলিম মৃধা কিছু টাকা নিয়ে তার কাছে দিতে চায় এতে সভাপতি জানান,সবার মতামত ছাড়া আমি একা এ টাকা বুঝে নিতে পারবো না।
এ বিষয়ে মসজিদের সভাপতি এ্যাড. ফিরোজ আহমেদের সঙ্গে কথা বলতে চাইলে মুসল্লীগন জানান,তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। তবে পদত্যাগ কেন করেছেন আমরা সে বিষয় টি জানতে পারিনি।
এদিকে মসজিদের টাকা বুঝিয়ে দেয়ার বিষয়ে সাবেক ক্যাশিয়ার সেলিম মৃধার সাথে কথা হলে তিনি গণমাধ্যমকে জানান,আমি ঘড়িষার বাজার জামে মসজিদের ক্যাশিয়ার ছিলাম দীর্ঘ ৯ বছর। এতো দিনের হিসাব আমি আস্তে আস্তে হিসাব মিলাচ্ছি,এ ছাড়াও নতুন কমিটির সভাপতি এবং দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন। নতুন কমিটি ঠিক হলে আমি সমস্ত আয় এবং ব্যায় বুঝিয়ে দিবো।
এদিকে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু আলেম থেকে জানা যায়, তিনি বলেন, গত কয়েকদিন আগে আমাকে জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন ভাই আমাকে ফোন করেন। তিনি বলেন নতুন কমিটিকে জানিয়ে দিবেন সাবেক ক্যাশিয়ারের সাথে মসজিদের বিষয়ে যে লেনদেন রয়েছে তা নিয়ে কোন ঝামেলা যেনো না হয়।আমি এসে বিষয় টি সুন্দর ভাবে সবাই কে নিয়ে বসে সমাধান করবো।