
শরীয়তপুরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন।
আশিকুর রহমান হৃদয় – সংবাদের পাতা:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন বিএনপি নেতা সুফিয়ান গাজীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর সংবাদ ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার( ৬ মার্চ) বিকেলে উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের পাশের মাঠে তিনি এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে সুফিয়ান গাজী লিখিত বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করে তা বিভিন্ন অফিস, ব্যক্তি, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করছে। এতে করে আমাকে দলীয়ভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
তিনি বলেন, বিগত সরকারের সময় বিএনপির অগণিত নেতা কর্মীদের ঘরবাড়িতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি বিগত ১৭ বছর অনেক হামলা মামলা সহ্য করেছি এবং এলাকার মানুষ আমাকে ভালোবাসে এটা তাদের সহ্য হয় না। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে (তৎকালীন সরকারের লোকজন) আমার বিভিন্ন উন্নয়ন কাজে বাধা প্রদান করেছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই ধরনের কোনো কাজ আমি কখনই সমর্থন করি না এবং কাউকে সেই কাজ করতে দেই না।
তিনি আরও বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হওয়ায় জনগণের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের কারণে তৎকালীন আওয়ামী লীগের অনেক হামলা মামলার শিকার হয়েছি। আমি মাদক, চুরি ছিনতাই, ডাকাতি রোধে সবসময় সোচ্চার তাই একটি পক্ষ আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে যাঁরা বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরির অভিযোগ রয়েছে। আমি তাদের হুশিয়ার করে বলতে চাই এখন সময় আছে ভালো হয়ে যা-ও। না হলে এই দেশের জনগণ এগুলো রুখে দিবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।