সবার কথা বলে

জামালপুরে আমার বাংলাদেশ( এবি) পার্টির ইফতার মাহফিলের আয়োজন

0 5

জামালপুরে আমার বাংলাদেশ( এবি) পার্টির ইফতার মাহফিলের আয়োজন।

এমদাদুল হক – সংবাদের পাতা:

জামালপুর পৌরসভার ১২ টি ওয়ার্ডের সর্বস্তরের মানুষদের অংশগ্রহণে জামালপুর জেলা কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামালপুর পৌর কমিটির আহবায়ক মো: নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয়নি সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলার আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন এবি পার্টি জামালপুর জেলার যুগ্ম আহবায়ক এমএ খালেক, এবি পার্টি পৌর শাখার সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান শিবলি, ১৩ নং মেষ্টা ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস তালুকদার ও এবি যুব পার্টি জামালপুর জেলার আহবায়ক মো: শিহাব ইসলাম, এবি যুব পার্টি জামালপুর জেলার সদস্য সচিব আবু সালেহ টিপু সুলতান, সহকারী সদস্য সচিব আহসান কবির, দপ্তর সম্পাদক মো: শামীম আহমেদ, অর্থ সম্পাদক রিফাত আহমেদ সহ আরও অনেকেই বক্তব্য প্রদান করেন

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি বলেন পূর্বের রাজনৈতিক ধ্যান-ধারণা থেকে বের হয়ে এসে সমাজের সর্বস্তরে নতুন নেতৃত্বকে স্থান করে দিলেই ভবিষ্যতের বাংলাদেশের স্থায়ী মুক্তি মিলবে, গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য লড়াই করতে হবে না। দেশ একটি পূর্ণ শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে একটি সুদীর্ঘ অবস্থানে পৌঁছবে। তিনি আরো বলেন, বর্তমানে সকল রাজনৈতিক দলের মধ্যে এবি পার্টিই সবচেয়ে নির্ভরযোগ্য ও যোগ্য রাজনৈতিক দল, সকলকে দলে দলে অংশগ্রহণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.