সবার কথা বলে

কোনো গোষ্ঠীর বা দলের এজেন্ডা বাস্তবায়নের দায় পুরা পুলিশবাহিনী নিবে না”পুলিশ সুপার জামালপুর”

0 6

পুলিশের কিছু সংখ্যক সদস্যদের কোনো গোষ্ঠীর বা দলের এজেন্ডা বাস্তবায়নের দায় পুরা পুলিশবাহিনী নিবে না”পুলিশ সুপার জামালপুর”।

নিজস্ব প্রতিনিধি – সংবাদের পাতা:

জামালপুর সদর উপজেলা শরীফপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা । অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ফয়সল মোঃ আতিক, অফিসার ইনচার্জ, জামালপুর থানা।

ওপেন হাউস ডে- অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা’র ০২ নং শরীফপুর ইউনিয়নের সর্বোস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

৫ই আগস্টের পরবর্তী আইন-শৃংখলা নিয়ন্ত্রণ ও জোরদার করার লক্ষ্যে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন কীভাবে আরো সুদৃঢ় করা যায় তারই ধারাবাহিকতায় পুলিশের সকল ইউনিট সর্বদাই বিট পুলিশং কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

শরীফপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ তারা সমাজে সংঘটিত বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরেন। অপরাধ ভীতি, বিশৃঙ্খলা, অবক্ষয় এবং জীবনের মান উন্নয়ন জনিত সমস্যা সমাধানে সর্বাত্মক সেবা, ব্যক্তি কেন্দ্রিকতা এবং বিকেন্দ্রীভূত পুলিশিং এর সকল বিষয় উপস্থাপন করেন। মাদক, জোয়া, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সমাজ বিরোধী কার্যকলাপ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। সর্বপ্রকার সামাজিক অপরাধ নিরসনে সর্বাত্মক পুলিশের পাশে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় ঐক্যমত প্রকাশ করেন।

পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলের অভিযোগের ভিত্তিতে শরীফপুর ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা মাদক। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক, বাল্যবিবাহ, চাঁদাবাজি, চুরি, ডাকাতি এবং অন্যান্য সকল সামাজিক অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে সমাজের সচেতন মানুষের সামাজিক আন্দোলনে অংশীদার হতে হবে। গ্রাম পুলিশ যারা আছে, তারা গ্রামের সকল বিষয় সম্পর্কে অবগত থাকে। তারা বিভিন্ন সমস্যা, অপরাধের তথ্য পুলিশকে দিলে পুলিশের কাজ অনেক সহজ হয়।

একটি সমাজ পুলিশ ছাড়া ভালো থাকতে পারে না। পুলিশ একটি বাহিনী অর্থাৎ কেউ যদি অন্যায় করে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই তাদের দায় সমস্ত পুলিশ বাহিনী নিবে না। কাজ করতে গেলে ভুল হয়। অনেক সদস্যের অনিচ্ছাকৃত কিছু ভুল হতে পারে। নিরীহ একটি মানুষ হয়রানি হোক তার সুযোগ নেই। আমার দরজা সবসময় খোলা, তার প্রতিকার আপনারা পাবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জামালপুর; জনাব মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১, জামালপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্য বৃন্দ; ইলেকট্রনিক্স মিডিয়া ও গণমাধ্যম কর্মীর ব্যক্তিবর্গ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.