
নড়িয়া নসিমন এর সাথে মোটরসাইকেল দুর্ঘ/ট/না/য়: নি*হ*ত ১
এস এম জীবন রায়হান – সংবাদের পাতা:
শরীয়তপুর নড়িয়া উপজেলা চাকধ নয়াকান্দি এলাকায় নসিমন এর সাথে মোটরসাইকেল সংর্ঘষে ১ আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১২ মার্চ) শরীয়তপুর নড়িয়া উপজেলা চাকধ নয়াকান্দি এলাকায় বেলা পোনে ২ টার সময় এ দুর্ঘটনা ঘটে থাকে।
নিহত ব্যাক্তি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষ এর পুত্র রতন কুমার ঘোষ। নিহত ব্যক্তি ঔষধ কোম্পানি রেডিয়েন এর রিপ্রেজেনটেটিভ হিসেবে নড়িয়াতে কর্মরত ছিলেন।
কয়েকজন স্বজন ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, দুপুরে নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার গোলার বাজার থেকে নড়িয়ার দিকে যাচ্ছিলেন।
এসময় চাকধ নয়াকান্দি এলাকায় নসিমন পিছন থেকে মোটর সাইকেল টি ওভারটেক করতে গিয়ে বিপরিত দিক থেকে আসার অটোর চাপে পরে যায় বলে জানাযায়।
নিহত রতন কুমার ঘোষ কে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে – কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসনুভা মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, বিষয়টি আমি জানতে পেয়ে, ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি ময়নাতদন্তের জন্য মহদেহটি শরীয়তপুর সদর হসপিটালের মর্গে পাঠানো হয়েছে।