সবার কথা বলে

আছিয়া

0 13

আছিয়া
কবি জামাল

আছিয়া তুই চলে গেলি ওমা
বাঁচাতে পারিনি তোকে
তোর জীবনের বিনিময়ে মা
কালি এসেছে মুখে।

সোনার দেশের মানুষ আমরা
লড়েছি কত যুদ্ধে
পেয়েছি শুধু হতাশায় ঢাকা
হৃদয় জ্বলছে ক্ষুব্ধে।

খেলার বয়সে কি হলো তোর
আঁতকে উঠলি কেমন?
কারো হৃদয়ে খোঁচা দিছে কি
তোর জ্বালাটা যেমন?

লজ্জা শরম পকেটে নিয়ে
ঘুরছে কত লিজেন্ড
আলোচনাতে রাখছে তোকে
বিচার নষ্ট ব্রেন্ড।

কোথায় গেলো শত সংস্থা
কোথায় আছে বীর
আছিয়া তোকে শান্তনা দেবার
নাইতো কোনো শীর।

ব্যার্থ আমি দেশের মানুষ
গালে দিয়ে কালি
হজম করে হাসি চড়াবো
কিসের আবার গালি।

আজকের তাজা খবর কালকে
বালিশ চাপা ঘুম
নতুন কোনো তথ্য নিয়ে
ঘটনাটা হয় গুম।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.