
ঈদকে কেন্দ্র করে যখন সাধারণ মানুষ কেনা কাটা করতে যাচ্ছে ঠিক তখনি প্রতারকদের প্রতারণার ফাঁদ ও অভিনব কৌশলে বাড়ছে অপরাদ। চিন্তাই কারী, মলম পার্টির ও জাল নোটের ছড়াছড়ি যেন কোনো ভাবেই লুপ্ত হচ্ছে না বরং বৃদ্ধি পাচ্ছে। এবার মলম পার্টির খপ্পরে পরে এক বিউটি পার্লার কর্মীর কানের দুল আর হাতের মোবাইল চিনতাই করা হয়।
চট্টগ্রামের মিরসরাই সদর উপজেলার মিঠাছরা থেকে সুফিয়া রোড এলাকায় ১৪ই মার্চ ২০২৫ শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
প্রতিদিনের মত শুক্রবার সকালে নিজ কর্মস্থলে যাওয়ার জন্য বের হলে রাস্তায় দাঁড়ানো সিএনজি তে উঠে। মিঠাছরা থেকে মিরসরাই তিন কিলোমিটার দুরত্বে যাওয়ার পথে প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর সুফিয়া রোড় এলাকায় ঐ তরুনিকে মলম পার্টি নাকে ও চোখে মলম লাগিয়ে দেয়। এতে সে প্রায় অচেতন হয়ে গেলে সিএনজি তে থাকা প্রতারক চক্র তার কানের দুল ও হাতের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
গাড়িটি সুফিয়া রোড় দিয়ে ঘুরিয়ে একই উপজেলার গত্তাইয়া নামক এলাকায় গিয়ে ঐ তরুনিকে গাড়ি থেকে নামিয়ে দূর্বিত্তরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর তরুনির জ্ঞান ফিরলে সে বাড়ির মোবাইলে ফোন করে জানালে পরিবার তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং চিকিৎসা করায়। তাঁর ভাষ্যমতে সিএনজিতে উঠার সময় তাদের চিনার কোনো মাধ্যম ছিলো না। তাঁরা সাধারণ যাত্রী বেশে আগে থেকেই ঐ গাড়িতে ছিলো। চিৎকার মত কোনো সুযোগ তিনি পান নি।
এই ঈদে এমন ঘটনা প্রায়শ ড়েখা যাচ্ছে বিভিন্ন এলাকায়।একটু সাবধান হয়ে চলার জন্য বিভিন্ন মাধ্যম থেকে সতর্ক করা হলেও প্রতারক চক্রের অভিনব কৌশলে যেন ভোগান্তির শেষ হচ্ছেনা কোনো ভাবেই।