নড়িয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামিক সেমিনার অনুষ্ঠিত।
এস এম জীবন রায়হান - সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার হালইসারে অনুষ্ঠিত হয়েছে ৫ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামিক সেমিনার ২০২৫। শনিবার (১৫ই মার্চ) সকাল ৯টায় হালইসার বড় জামে মসজিদ মাঠে এ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়। এতে নড়িয়া উপজেলার ১৯টি মাদ্রাসার হেফজ বিভাগের বাছাইকৃত ১০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়িয়া উপজেলার নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া পৌর শহর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি শাহিদুল্লাহ, মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক, ঘড়িষার বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু আলেম এবং আল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা হাজী মোঃ শাহজাহান মাদবর।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কুরআনে হাফেজদের মধ্যে বাছাইপর্বের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ইসলামিক সেমিনারে বক্তারা কোরআন শিক্ষার গুরুত্ব, নৈতিক ও আদর্শিক জীবন গঠনে এর প্রভাব এবং ইসলামের শিক্ষা প্রচারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হিফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের কোরআনের প্রতি আগ্রহী করে তোলা এবং ইসলামী জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।