
দেশের এমন ক্লান্তি লগ্নেও দুষ্কর্মে লিপ্তদের যেন শিক্ষা হচ্ছে না। স্কুল পড়ুয়া দুই ছাত্রী শিক্ষার্থীকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করেই চলেছে কবির আহম্মদ নামে এক বখাটে। হাতেনাতে ধরে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয়রা।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিরসরাই পৌরসদর এলাকায় অবস্থিত মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের সামনে শনিবার (১৫মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতিদিন স্কুলে যাওয়ার পথে কিংবা প্রাইভেটে যাওয়ার পথে কবির আহম্মদ নামে এই যুবক মেয়েদের ইভটিজিং করতো। মেয়েরা বেশ বিরক্ত হতো কবির আহম্মদ এর আচরণে।বিশেষ করে দুইজন ছাত্রীকে বেশ কয়দিন উত্ত্যক্ত করে আসছিলো এই বখাটে। দিনদিন বিরক্তের মাত্রা বেড়েই চলেছে। স্কুল ছাত্রীরা নিজেদের পরিবারকে বিষয়টি অবহিত করলে তারাও সতর্কতা অবলম্বন করেন। প্রতিদিনের মত শনিবার সকালে দুই স্কুল ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বের হলে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন এলাকায় ঐ যুবক দুই ছাত্রীকে নানাভাবে কটুক্তি করে কথা বলে উত্ত্যক্ত করতে থাকে। এসময় ছাত্রীর বাবা ও উপস্থিত স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে কবির আহম্মদ নামে ঐ যুবক কে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়।
অপরাধ লগ্ন মুহুর্তে হাতেনাতে ধরা পড়া কবির আহম্মদ গণপিটুনি খেয়ে সকলের কাছে ক্ষমা চাইলে লোকজন অবস্থা খারাপ দেখে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান চিকিৎসার জন্য।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার নুর মোহাম্মদ জানান, কবির আহম্মদ নামে এক লোক পুরো শরীরে আঘাত নিয়ে হাসপাতালে জরুরী বিভাগে আসেন চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ পর তিনি চলে যান।
এ ব্যাপারে মিরসরাই সদর থানার ওসি আতিকুর রহমান জানান, দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কলেজ রোড়ে একজনকে গণপিটুনি দিচ্ছে এমন খবর শুনে তাৎক্ষনাৎ থানা থেকে পুলিশ টিম ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান তাকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। তবে কেউ এই ব্যাপারে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ করেন নি। অভিযোগ আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।